বাঘায় ব্যঙ্গাত্মক লিফলেট বিতরণ মামলার জিয়া পরিষদের নেতা আটক

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীর বাঘায় ব্যঙ্গাত্মক লিফলেট বিতরণ করা মামলায় জিয়া পরিষদের নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৪ জুন) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আটক প্রভাষক শাহিন মন্ডল বাঘা পৌর এলাকার গাওপাড়া এলাকার মৃত ছলেমান হোসেনের ছেলে।

জানা যায়, গত ১৯ মার্চ রাতে বাঘা উপজেলা বিএনপির নেতা-কর্মীরা করোনা পরিস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক লিফলেট বিতরণ করেন। এই ব্যঙ্গাত্মক লিফলেট বিতরণের অভিযোগে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার আসামী বাঘা পৌর জিয়া পরিষদের সভাপতি শাহিন মন্ডলকে আটক করা হয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ব্যঙ্গাত্মক লিফলেট বিতরনের মামলায় আটক শাহিন মন্ডলকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স/অ