বেলারুশকে আধুনিক সামরিক সরঞ্জাম দেবে রাশিয়া

ইউক্রেনে সেনা অভিযানের পর থেকে রাশিয়াকে দমাতে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্ব ও ইউরোপের দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে। তবে এর মধ্যে রাশিয়া ও বেলারুশ নিজেদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করছে।

বেলারুশিয়ান টেলিগ্রাফ এজেন্সির বরাতে মার্কিন গণমাধ্যম সিএনএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বেলারুশকে আধুনিক সামরিক সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। বিনিময়ে বেলারুশ আধুনিক কৃষি যন্ত্রপাতি, যাত্রী সরঞ্জাম এবং অন্যান্য প্রকৌশল পণ্যের সরবরাহ বাড়াবে রাশিয়ায়। এসব বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কো ঐক্যমত্যে পৌঁছেছেন।

এছাড়াও চলমান সংকট সমাধানে দেশ দু’টির সর্বোচ্চ পর্যায়ের নেতারা আগামী সোমবার (১৪ মার্চ) এক আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। এই বৈঠকে ইউক্রেন ইস্যুতে দেশ দু’টির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন লুকাশেঙ্কোর প্রেস সেক্রেটারি নাটালিয়া ইসমন্ট।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন