বেতন-ভাতা দাবীতে নাটোরের সাতটি পৌরসভায় পূর্ন দিবস কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক,নাটোর:

সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা এবং পেনশনের দাবীতে পূর্ন দিবস কর্মবিরতি পালন করছে নাটোরের সাতটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এস্যোসিয়েশন এর ডাকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টা থেকে এই কর্মবিরতি পালন শুরু করে তারা।

সকালে নাটোর পৌরসভা সার্ভিস এস্যোসিয়েশনের আয়োজনে পৌরসভা চত্তত্ত্বরে এক সমাবেশের আয়োজন করে
কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সমাবেশে দাবী আদায়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এস্যোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং জেলা কমিটির সভাপতি জুলফিকুল হায়দার বাবু, নাটোর পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি প্রভাত কুমার চন্দ্র সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সরকারী সকল সেবা দিয়ে গেলেও রাজস্ব খাত থেকে
বেতন-ভাতা দেওয়ার কারনে দিনের পর দিন বকেয়া পড়ে থাকে। যার কারনে পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। অবিলম্বে সরকারী কোষাগার থেকে বেতন ভাতা সহ অন্যান্য সুবিধার দাবী জানান তারা।

এদিকে, পূর্ন দিবস কর্মবিরতির কারনে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। জন্মসনদ, মৃত্যু সনদসহ নানা সেবায় ভোগান্তি পড়তে হয়েছে পৌরবাসীকে।

স/শ