বৃষ্টির হানা; ২৭ ওভারের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী বিশ্বকাপে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। ৪ ঘণ্টা দেরিতে শুরু হয়েছে ম্যাচটি। বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ায় কথা থাকলেও খেলা শুরু হয় ৮টা ৫ মিনিটে।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে দিনের শুরু থেকেই ছিল বৃষ্টি। বৃষ্টি থামার পর টস হয় বাংলাদেশ সময় ৭টা ৪৫ মিনিটে। টস জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগে ব্যাটিং করবে নিগার সুলতানার দল।

দুই দল প্রথমবার মুখোমুখি হচ্ছে ওয়ানডেতে। দুজন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বোলিং করতে পারবে। আর তিনজন করতে পারবে ৫ ওভার কর।

এবারের বিশ্বকাপের শুরুটা বাংলাদেশ ও নিউজিল্যান্ডের একই। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। আর আয়োজক নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল প্রথম ম্যাচে মাত্র ৩ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে।

প্রথমবারের মতো নারী বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অভিষেক রাঙানোর দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেটা হয়নি। হেরে যায় ৩২ রানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আজ প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন