বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত সিভিল সার্জন

পিরোজপুর জেলার সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নিজাম উদ্দিন। সিভিল সার্জন হাসানাত ইউসুফ জাকী বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কয়েক দিন ধরে অসুস্থ বোধ করার পর মঙ্গলবার সকালে তিনি জেলা হাসপাতালে র‌্যাপিড টেষ্ট করান। টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তিনি করোনার টিকার প্রথম ডোজ হিসেবে সিনোফার্মার টিকা নেন। এরপর দ্বিতীয় ডোজও সম্পন্ন করেন। পরে কয়েকদিন আগে বুষ্টার ডোজ হিসেবে ফাইজারের টিকার নিয়েছিলেন।

পিরোজপুরে প্রতিদিনই করোনার আক্রান্তের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় মোট পজিটিভ হয়েছেন ৩৮ জন। এরমধ্যে জেলা হাসপাতালে ৫ জন, সদর উপজেলায় ১৮ জন, মঠবাড়িয়ায় ১৫ জন ও নাজিরপুরে ৫ জন আক্রান্ত হয়েছেন।

 

সূত্রঃ যুগান্তর