ইউক্রেনে হামলা হবে ধ্বংসাত্মক: বরিস জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়াকে হুঁশিয়ারি করে বলেছেন, ইউক্রেনে হামলা হলে সেটা হবে ধ্বংসাত্মক, পীড়াদায়ক,  সহিংস এবং  রক্তক্ষয়ী।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেন দূতাবাস থেকে কর্মীদের দেশে ফেরাচ্ছে এমন বিষয়ে কথা বলতে গিয়ে বরিস জনসন এমন মন্তব্য করেন।

ইউক্রেন প্রসঙ্গে বরিস জনসন বলেন, যুক্তরাজ্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্যাকেজ নিয়ে কাজ করছে। পাশাপাশি তার দেশ ইউক্রেনে প্রতিরক্ষা সমরাস্ত্রাদি পাঠাচ্ছে।

ইউক্রেন-রাশিয়া উত্তেজনাকে কেন্দ্র করে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইতোমধ্যে পূর্ব ইউরোপে সেনা  প্রস্তুত রেখেছে।

ক্রেমলিন অভিযোগ করছে, ন্যাটো সামরিক গতিবিধি বাড়ানোর মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি করছে। ন্যাটো জোটকে রাশিয়া তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মনে করছে এবং সাবেক সোভিয়েতভুক্ত দেশ ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করবে না সেই গ্যারান্টি চাচ্ছে।

ইউক্রেন-রাশিয়া উত্তেজনা প্রসঙ্গে বরিস জনসন সোমবার বলেন, গোয়েন্দা তথ্য স্পষ্ট যে, রুশ সেনাবাহিনীর ৬০টি গ্রুপ ইউক্রেন সীমান্তে অবস্থান করছে। ক্রেমলিনকে আমরা স্পষ্ট বলতে চাই, ইউক্রেনে হামলা হলে সেটা হবে খুব ধ্বংসত্মক। চারদিক থেকে যুক্তরাজ্য ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

সূত্রঃ যুগান্তর