বিয়ে বাড়িতে ডাকাতের হানা

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বাবুগঞ্জের একটি বিয়ে বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে পৃথক দুই ডাকাতির ঘটনা ঘটে। বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. রোকন মৃধা বলেন, ধারণা করা হচ্ছে শিকারপুর বন্দরে ডাকাতির পর ডাকাতদল পূর্ব ভুতেরদিয়া গ্রামের মজিবর খানের বাড়িতে হানা দেয়। মজিবর খানের ছেলে মালয়শিয়া প্রবাসী রাসেল খানের বৌ-ভাতের অনুষ্ঠান আজ রবিবার।

ইউপি সদস্য জানান, ডাকাত দল আগ্নেয় ও ধারালো অস্ত্রের মুখে বিয়ে বাড়ির সকলকে জিম্মি করে নগদ ৫ লাখের মতো টাকাসহ তার বিদেশ থেকে নিয়ে আসা এবং নবুবধুর পিত্রালয় থেকে দেওয়া সকল গহনা ও তার বাড়িতে আসা সকল অতিথিদের প্রায় ১০/১২ স্বর্নালংকার ও মুল্যবান ৭টি মোবাইল ফোন নিয়ে গেছে।

রোকন মৃধা বলেন, কৌশলে মজিবর খান বেরিয়ে প্রতিবেশি ও পাশের লোকজনকে খবর দেন। পরে মসজিদের মাইক দিয়ে ডাকাত প্রতিরোধের আহ্বান করা হয়। তখন ডাকাতরা তিনটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে গেছে বলে ইউপি সদস্য জানিয়েছেন।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সাংবাদিকে বলেন, খবর পেয়ে তিনি বাবুগঞ্জে গিয়েছেন। ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

সূত্র : কালের কণ্ঠ