বিশাল জয়ে এশিয়া কাপ শুরু যুবা টাইগারদের

নেপালকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ শুক্রবার শারজায় অনুষ্ঠিত ম্যাচে জুনিয়র টাইগাররা জয় পেয়েছে ১৫৪ রানের। বাংলাদেশের ২৯৭ রানের জবাবে নেপাল গুটিয়ে গেছে মাত্র ১৪৩ রান। অপরাজিত সেঞ্চুরি করেছেন প্রান্তিক নওরোজ। এরপর বল হাতে আগুন ঝরিয়েছেন তানজিম সাকিব, রাকিবুল, মেহরবরা।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ৩৯ রানের উদ্বোধনী জুটি উপহার দেন মাফিজুল (১৭) এবং ইফতেখার (২১)। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন প্রান্তিক নওরোজ। চারে নামা আইচ মোল্লাহ (২২) আউট হলে ২৬.৩ ওভারে ১০৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এর পরেই কিপার ফাহিমকে নিয়ে উইকেটে রাজত্ব শুরু করেন প্রান্তিক। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন ১৭৯ রানের অসাধারণ এক জুটি।

৫৪ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৮ রান করা ফাহিম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। প্রান্তিকের সঙ্গী হন মেহেরব হাসান। মারকুটে ব্যাটিংয়ে ৯৪ বলে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন প্রান্তিক। নেপালের বোলাররা তাঁকে আউট করতে পারেননি। ১১২ বলে ১১টি চার এবং ১ ছক্কায় অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে তিনি মাঠ ছাড়েন। মেহেরব ১৫ বলে ২১ রানের কার্যকর ইনিংস উপহার দেন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ২৯৭ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। দলীয় ৫ রানে তাদের উইকেট পতন শুরু হয়। এর পর থেকে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ৮১ রানে সপ্তম উইকেট পতনের পর ৬০ রানের জুটি গড়েন বিবেক যাদব (২৬) আর গুলশান ঝা (৩৫)। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন বিবেক মাগার। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, রাকিবুল হাসান, মেহরব হাসান ও নাইমুর রহমান।

 

সূত্রঃ কালের কণ্ঠ