বিরল সম্মান অভিনন্দনকে, পেতে চলেছেন মহাবীর অহিংসা পুরস্কার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঘরে ফিরেছে অভিনন্দন। দেশবাসী আবেগে আপ্লুত। এরই মধ্যে এল আরও সুখবর। প্রথম ভগবান মহাবীর অহিংসা পুরস্কার পেতে চলেছেন দেশের বীর সেনা অভিনন্দন বর্তমান। পুরস্কারের অর্থমূল্য দু লক্ষ একান্ন হাজার টাকা। অখিল ভারতীয় দিগম্বর জৈন মহাস্মৃতি নামক সংস্থা থেকে রবিবার অভিনন্দন বর্তমানকে এই পুরস্কারের কথা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে। আগামী ১৭ এপ্রিল মহাবীর জয়ন্তীতে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেবে উদ্যোক্তারা।

প্রায় ৬০ ঘণ্টা পাকিস্তানে কাটাতে হয়েছে অভিনন্দনকে। নিজের মিগ ২১ আক্রান্ত হওয়ায় একেবারে শেষ মুহূর্তে বিমান থেকে ইজেক্ট করে পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে নামেন অভিনন্দন বর্তমান। সেই সময় পাক সেনার হাতে ধরা পড়ার আগে তিনি আক্রান্ত হন। পাক বায়ুসেনা তাকে উদ্ধার করে। তাঁর পর থেকে শুরু হয় স্নায়ুযুদ্ধ। ৫৮ ঘণ্টা কাটানোর পরে অবশেষে যুদ্ধবন্দি অভিনন্দনকে মুক্তি দেয় পাকিস্তান।

আপাতত চিকিৎসাধীন অভিনন্দন। তাঁর পাঁজরের হাড়ে চোট রয়েছে। অসুস্থতা কাটিয়ে নিজেকে প্রমাণ করতে পারলেই আবার উড়বে অভিনন্দনের উড়ান। সূত্র: এবেলা