বিদ্যুৎ স্থাপনা নষ্ট করলে ৭-১০ বছরের জেল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নাশকতার মাধ্যমে বিদ্যুৎ স্থাপনা (উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন) বিনষ্ট করা হলে সর্বনিম্ন ৭ ও সর্বোচ্চ ১০ বছরের জেল দেওয়া হবে। একই সঙ্গে ১০ কোটি টাকা জরিমানা করা হবে।

এমন প্রস্তাবসহ বিদ্যুৎ আইন, ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, বাংলায় হালনাগাদ করার বাধ্যবাধকতা রয়েছে বলে আইনটি ইংরেজি থেকে বাংলায় করা হয়েছে। নতুন আইনে সব মিলিয়ে ৫৮টি ধারা। নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে, কিছু বাদ দেওয়া হয়েছে।

 

সূত্র: রাইজিংবিডি