বিচারকের তীব্র ভর্ৎসনার শিকার ট্রাম্প

ভোট নিয়ে আদালতে গিয়ে বিচারকের তীব্র ভর্ৎসনার শিকার হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মামলার দাবিকে ‘ফ্রাংকেনস্টাইনের দানব’ বলে অভিহিত করেছেন আদালত।

শনিবার ভোট নিয়ে ট্রাম্পের মামলা খারিজ করে দিয়ে পেনসিলভানিয়ার উইলিয়ামস্পোর্টের ডিস্ট্রিক্ট জজ ম্যাথিউ ব্র্যান বলেন, একজন নাগরিকেরও ভোটাধিকার হরণ করার কোনো অধিকার ট্রাম্পের নেই।

এ মামলাকে ‘ভিত্তিহীন’ ও ‘অনুমানমূলক’ বলেও মন্তব্য করেন তিনি।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভোটের ফলাফল ‘সার্টিফাই’ করার ওপর স্থগিতাদেশ চেয়ে ট্রাম্প শিবির ম্যাথিউ ব্র্যানের আদালতে গিয়েছিল।

সোমবার পেনসিলভানিয়ার ফলাফল ‘সার্টিফাই’ করার কথা অঙ্গরাজ্যের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

অপরদিকে, ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এক বিবৃতিতে বলেন, এ রায়ে তিনি হতাশ। তারা সুপ্রিমকোর্টে যাবেন।

নির্বাচনী আইন বিশেষজ্ঞ রিক হাসেন বলেছেন, এ রায়ে আইনের শাসনের জয় হয়েছে এবং পেনসিলভানিয়ার ভোটারদের জন্য বিজয়।

 

সূত্রঃ যুগান্তর