বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে রাজশাহীতে শিশুদের পথসভা

নিজস্ব প্রতিবেদক:
চলছে শিশু অধিকার সপ্তাহ। প্রতি বছরের মতো এবারো বাংলাদেশ শিশু একাডেমী কেন্দ্রীয় অফিসসহ ৬৪টি জেলা ও ৬টি উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৭ উপলক্ষে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বাল্যবিবাহ নিরোধ দিবস উদ্যাপন উপলক্ষে রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হেলেনাবাদে‘আমার কথা শোনো’এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গানে মুগ্ধ করে স্কুলের ছাত্রীরা।

রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হেলেনাবাদের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বেগম ইসাবেলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হেলেনাবাদের সিনিয়র সহকারি শিক্ষক আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমী, রাজশাহীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মন্জুর কাদের।

স/শ