সোমবার , ১০ এপ্রিল ২০১৭ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাল্য বিবাহের বিশেষ বিধান কেন অবৈধ নয়: হাইকোর্ট

Paris
এপ্রিল ১০, ২০১৭ ৭:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর বিশেষ বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে নারী ও শিশু অধিকার সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি ও সনদের সঙ্গে এ ধারা কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

 

সোমবার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

 

৪ এপ্রিল বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর বিশেষ বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফাওজিয়া করিম রিট আবেদন করেন। রিট আবেদনে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর বিশেষ বিধানের স্থগিতাদেশ চাওয়া হয়।

 
প্রসঙ্গত, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১৯ ধারায় বিশেষ বিধান রাখা হয়েছে। এতে বিশেষ পরিস্থিতিতে আদালতের অনুমতিক্রমে অভিভাবকের উপস্থিতিতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের বিধান রাখা হয়েছে। বিশেষ বিধান অনুযায়ী এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোন বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশ এবং বাবা-মা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে, বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণক্রমে বিয়ে হলে তা এই আইনের অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না।

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আইন আদালত