বান্ধবীকে নিয়ে দ্বন্দ্ব: রাজশাহী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক:

বান্ধবীকে নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের হাতাহাতিতে একজন আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজের রবীন্দ্র ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ কর্মী হলেন, রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র গোলাম মাওলা (২৫)। এঘটনায় রাজশাহী কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজশাহী কলেজের কয়েকজন শিক্ষার্থীরা জানায়, সকালে মনোবিজ্ঞান বিভাগের একটি সেমিনার চলছিলো। এতে জালাল উপস্থিত ছিলেন।  এসময় গোলাম মাওলা জালালকে ডেকে নিয়ে মারধর করে। পরে রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক রাসিক দত্ত, জালাল ও সজিবের ছেলেরা এসে গোলাম মাওলাকে মারধর করে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান সিল্কসিটিনিজকে বলেন, কলেজের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র গোলাম মাওলা ও জালাল উদ্দিনের মধ্যে বান্ধবীকে নিয়ে এই সমস্যা তৈরি হয়েছে। আহতকে উদ্ধার কর রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামেকে কয়েকজন শিক্ষক রয়েছে।

 

 

স/আ