“বানরের বাচ্চারা শেখায় সাঁতার”

রফিকুল ইসলাম
বুকের পাঁজরে পোড়া রক্ত
বেড়ালের বাচ্চারা বলে হাম্বা
দুধের সাগরে কুমিরের দল
হিজলের চোখে কষ্টের কান্না।
জীবনের জলকেলিতে ডাহুকের হানা
বানরের বাচ্চারা শেখায় সাঁতার
পাহাড়ের বুকে জ্বলে সাগরের ঢেউ
কাঁঠালের শেকড়ে মানবতার দ্বার।
কলমের রক্তে সততার বাণী
সেগুনের বনে ঘুরে হায়ানা
পদ্মার জলে ঘুরে কোকিলের ছা
সময়ের বুকে মেলে স্বপ্নের ডানা।
আমলকির গাছে মৌমাছিদের হানা
শুয়রের বাচ্চারা করে নালিশ
শেয়ালের বউয়ের কপালে লাল টিপ
ময়ূরের কান্নায় পোড়ে বালিশ।
সাগরের গভীরতায় কুকরের হাসি
গোলপাতার বনে ঘুরে চিল
কাঠুরের হাতে উড়ে বিজয়ের পতাকা
পর্বতের সামনে ভাসে আকাশ নীল।