বাঘায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় ও জোতরাঘব উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বাঘা ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় হলরুমে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও আ.লীগ নেতা অধ্যাপক আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান, ভাব বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম.এ আলিম খান, প্রধান শিক্ষক আব্দুল কাদের, প্রধান শিক্ষক রবিউল ইসলাম রবি।

উল্লেখ্য, বে-সরকারি সংস্থা ভাব বাংলাদেশ এর পরিচালনায় ও আমেরিকান এ্যান্ড ইফার্ড এর আর্থিক সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম পেন্সিল, বই, রাবার, কাটার, স্কেল ও একটি করে স্কুল ব্যাগ দেয়া হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্টানে একটি করে ল্যাপ্টপ দেয়া হয়েছে।

স/জি