বাঘায় শিশুদের খেলাকে কেন্দ্র করে মারামারিতে আহত ৬

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় শিশুদের খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে ৬ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বাউসা মিয়াপাড়া তারিপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বাউসা মিয়াপাড়া তারিপপুর গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে নাদিয়া খাতুন (৭) ও একই গ্রামের মঞ্জু আহম্মেদের ছেলে বাবুল আক্তার (৭) বাড়ি পাশে খেলছিল। এ সময় একে অপরকে ধাক্কা মারে। এতে ক্ষিপ্ত হয়ে নাদিয়া খাতুনের মা পারভিন বেগম বাবুল আক্তারকে মারধর করে। এক পর্যায়ে উভয়ের মধ্যে মারধরের বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। এতে উভয়ের অভিভাবকের মধ্যে দেশিয় অস্ত্র, বাঁশের লাঠি নিয়ে মারামারি শুরু হয়। এই মারামারিতে উভয় পক্ষের ৬ জন আহত হয়।

নাজিম উদ্দিনের পক্ষে আহতরা হলেন, পারভিন বেগম, রায়হান আলী, আশরাফুল ইসলাম, আবদুর রহমান, রমেন আলী, সিদ্দিক হোসেন। এছাড়া মঞ্জুর হোসেনের পক্ষে মঞ্জুর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বাউসা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, ভূল বুঝাবুঝিতে ছোট বাচ্চাদের নিয়ে একটি ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে সমঝোতা করার চেষ্টা চলছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বলেন, একটি ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে সমঝোতা করার চেষ্টা করছে।

স/শা