বাঘায় যায়যায়দিনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় দৈনিক যায়যায়দিন এক যুগ পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করায় ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে বাঘা প্রেসক্লাব কার্যালয়ে যায়যায়দিনের বাঘা প্রতিনিধি সেলিম আহম্মেদ ভান্ডারীর সার্বিক তত্বাবধায়নে এবং বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া, ইফতার মাহফিল শেষে কেক কাটা হয়।

প্রভাষক আবদুল হানিফ মিঞার সঞ্চালনায় দৈনিক যায়যায়দিন পত্রিকার ভবিষ্যৎ সাফল্য কামনা করে বক্তব্য দেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জিন্নাত আলী, উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল, সহকারী কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নুরুজ্জামান, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী ডাঃ নূরুজ্জামান মাইজ ভান্ডারী।

অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন, বাঘা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সদস্য লাল মোহাম্মদ লালন, আশরাফুল আলম, গোলাম তোফাজ্জল কবীর মিলন, প্রভাষক আব্দুল হানিফ মিঞা, ফজলুর রহমান মুক্তা, ইঞ্জিনিয়ার আখতার হোসেন, মোঃ মিলন আলী, আব্দুল নাহিদ মিঞা, আব্দুস সালাম, আব্দুল কাদের নাহিদ, ডা. গোলাম পাঞ্জাতনসহ প্রমূখ।

স/শা