বাঘায় বাসের ধাক্কায় কসমেটিকস ব্যবসায়ী নিহত


বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় বাসের ধাক্কায় আসাদুল হক (৪৫) নামের এক কসমেটিকস ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাঘা নতুন বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটেছে।

সে উপজেলার বলিহার গ্রামের ফকির হাজীর ছেলে।

জানা যায়, উপজেলার নারায়নপুর বাজারের কসমেটিকসের দোকান বন্ধ করে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। বাঘা নতুন বাস স্ট্যান্ড এলাকায় পৌছলে সুপার সনি নামের একটি যাত্রীবাহী ঢাকাগামী বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হন তিনি। বাসটি বাঘা থানার পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন।

নিহত ব্যবসায়ীকে রোববার সকাল ১১টায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে নিহত আসাদুল হকের পিতা ফকির হাজী জানান, আমার ছেলের স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পুরো পরিবার নিস্ব হয়ে গেলো। আয়ের উৎসব একমাত্র ছিল ছেলে।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবার থেকে কোন অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

স/জে