বাঘায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় পুলিশের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাউসা ফতেপুর উত্তরপাড়া গ্রামের খালু জেকের আলীর বাড়িতে এক কিশোরীর (১৩) বিয়ের প্রস্তুতি চলছিল।

এমন সময় এলাকাবাসীর সংবাদের ভিক্তিতে বাঘা থানার পুলিশ পরিদর্শক নূরে আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ নিয়ে কনের খালুর বাড়িতে উপস্থিত হয়ে তাদের আটক করে। এসময় কনের আত্মীয়দের কাছে থেকে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। কনে উপজেলার ফতেপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বাঘা থানার পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বলেন, কনের আত্মীয়দের কাছে থেকে কনের বযস না পর্যন্ত বিয়ে দিতে পারবেনা মর্মে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

স/আ