বাঘায় নৌকার পক্ষে যুব মহিলা লীগের উঠান বৈঠক

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনায় নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে আড়ানী পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের নের্তৃত্বে আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমানের নুরনগর মহল্লার বাড়ির আঙ্গিনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আয়োজিত উঠান বৈঠকে আড়ানী পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিরিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন।

উপস্থিত ছিলেন, আড়ানী পৌর আ.লীগের সভাপতি শহীদুজ্জামান শাহীদ, বাঘা উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা, বাঘা পৌর যুব মহিলা লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন সাথী, বাজুবাঘা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শরিফা খাতুন, আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমুখ।

আয়োজিত উঠান বৈঠকে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন বলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) থেকে পরপর দুইবার নির্বাচিত সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আ.লীগের নৌকার মনোনীত প্রার্থী শাহরিয়ার আলমের ১০ বছরের এলাকায় উন্নয়নমূলক কর্মকান্ডর চিত্র তুলে ধরে সবার কাছে নৌকার ভোট প্রার্থনা করেন।

এছাড়া শেখ হাসিনা নারীদের যেভাবে মূল্যায়ন করেছেন তা অতীতের কোন সরকার করেনি। ফলে নৌকাকে আবারও বিজয়ী করে এলাকার উন্নয়ন অব্যহত রাখার আহবান জানান উপস্থিত প্রায় ৫ শতাধিক নারীদের কাছে।

স/অ