বাঘায় নারীর সমঅধিকার-শিক্ষা’র দাবিতে মানববন্ধন

বাঘা প্রতিনিধি:
“সবাই মিলে ভাবো-নতুন কিছু করো, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।

আয়োজিত মানববন্ধনে নারীর সমঅধিকার, অর্থনৈতিক মুক্তি ও নারী শিক্ষা’র দাবিতে অংশ গ্রহন করেন বে-সরকারি সংস্থা ব্রাক, আইজিএ প্রকল্পের নারী প্রশিক্ষণ কর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে দিবসটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। জাতিসংঘ দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায়। আগামী ৮ ও ৯ মার্চ বাঘায় নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস।

স/অ