বাঘায় ড্রাগন বাগান পরিদর্শন করেন ইউএনও

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় ড্রাগন ফলের বাগান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) বিকেলে এই ড্রাগন বাগান পরিদর্শন করেন।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আহমেদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক প্রমুখ।

বাগান মালিক বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ও বাউসা পূর্বপাড়া গ্রামের আমিনুল ইসলাম জানান, নাটোরে কয়েকটি ড্রাগন বাগান দেখে দেড় বছর আগে সাড়ে ৬ বিঘা জমিতে ড্রাগন বাগান করেছি। এ বছরে দুই/চারটি গাছে ড্রাগন ফল ধরা শুরু করেছে। পুরোপুরি ফল আসতে তিন বছর সময় লাগে। কোন দূর্যোাগ না হলে আশা করছি লাভ বান হবো।

উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, প্রতিনিয়িত এই বাগানের বিষয়ে তদারকি করা হয়। কখন কি প্রযুক্তিগত ব্যবহার করতে হবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

স/আর