ধামইরহাটে নয়াপুকুর গণ হত্যার শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণের সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটের নয়াপুকুওে ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩সেপ্টেম্বর) বিকেলে গণহত্যা সংঘটিত স্থানে সভা অনুষ্ঠিত হয়। এতে সকল পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পার্শে উপজেলার ধামইরহাট ইউনিয়নের পিড়লডাঙ্গা মোড় (নয়াপুকুর) বাজারে শুক্রবার বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের ২৮ এপ্রিল ১৫ বৈশাখ বুধবার সকালে পাক বাহিনীর সাথে তুমুল সংঘর্ষ হয় ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) এবং তৎকালিন সেনাবাহিনী থেকে বেরিয়ে বাঙ্গালী অফিসার ও সৈন্যরা পাক বাহিনীর সাথে।

বাঙ্গালীদের পক্ষে নেতৃত্বদেন বীর মুক্তিযোদ্ধা জয়পুরহাট চিনিকলের তৎকালিন কর্মকর্তা ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী অপর দিকে পাক বাহিনীর পক্ষে নেতৃত্বদেন উপজেলার ফার্শিপাড়া পাক ক্যাম্পের সদস্যরা। এ যুদ্ধে বাঙ্গালীদের সাহায্য করার অপরাধে পাক বাহিনী ৮জন নিরহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। নিহতরা হলো-উপজেলার পিড়লডাঙ্গা গ্রামের আব্বাস মন্ডল, ফয়েজ উদ্দিন, মছির উদ্দিন, ইদু মন্ডল এবং আব্দুল গফুর মন্ডলের বাড়ীর কামলা ৯ বছরের শিশু বাদশা মিয়া, শিবরামপুর গ্রামের গমো মন্ডল, মোজাহার আলী এবং সাহার উদ্দিন।

এ যুদ্ধে পাক বাহিনীর প্রায় ১০-১২ জন সদস্য মারা যায়। মুক্তি বাহিনী গঠিত হওয়ার আগে এ যুদ্ধ সংঘটিত হয়। তাদেরকে নতুন প্রজন্ম স্মরণ রাখার লক্ষে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা জরুরী।

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিনের সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ধামইরহাট সরকারি এম এম কলেজের সাবেক অধ্যক্ষ ইতিহাসবিদ শহীদুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী, প্রধান শিক্ষক এসএম মাহবুর উর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারি অধ্যাপক হুমায়ুন কবির, বিশিষ্ট ব্যাংকার মোস্তাক আহমেদ হাবিব, প্রধান শিক্ষক প্রভাত কুমার পাল, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ধামইরহাট ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক তনছের আলী, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন, ইউপি সদস্য জাকারিয়া, ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য রেহেনা পারভীন।

পরে বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিনকে আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান ও আব্দুল মালেককে যুগ্ম আহবায়ক মনোনীত করে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কমিটি গঠন করা হয়।

সঞ্চালনা করেন, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.কামরুজ্জামান।

স/আর