বাঘায় ট্রাকের চাপায় প্রানি সম্পদ অধিদপ্তরের অফিস সহকারি নিহত

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় প্রানি সম্পদ অধিদপ্তরের অফিস সহকারি মিল্টন হোসেনে (৩৫) নামের এক যুবক ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। বুধবার উপজেলার মীরগঞ্জ বাঁন্ধা বটতলা নামক এলাকায় এই দুর্ঘনা ঘটে।

 

নিহত মিল্টন উপজেলার মীরগঞ্জ গ্রামের আমানুল্লার ছেলে ও বাঘায় প্রানি সম্পদ অধিদপ্তরের অফিস সহকারি।
বাঘা উপজেলা প্রানি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল কাদের বলেন, বুধবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে অফিসে আসার পথে একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মিল্টন হোসেন।

 

তিনি আরও বলেন, এই দিন তিনদিন ব্যাপি উপজেলা পরিষদ হলরুমে ওয়ারেন্টেশন এর ব্যানার নিয়ে অফিসে আসার সময় এই ঘটনাটি ঘটেছে। বেলা দুইটার দিকে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শ্রী হীরেন্দ্রনাথ প্রামানিক সিল্কসিটি নিউজকে বলেন, এ দুর্ঘটনা সংঘটিত হওয়া মাত্রই ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটির সন্ধান পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

স/অ