বাঘায় ঈদ-উল আযহা উপলক্ষে জনসচেতনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় দিনব্যাপী পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে গরু মোটা তাজা করণে ক্ষতিকর স্টেরয়েড ব্যবহারে জনসচেতনা বৃদ্ধি ও কোরবানীকৃত পশুর বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যনেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি।বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রানিসম্পদ দপ্তরের কর্মকর্তা নিজাম উদ্দীন।

 

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রানিসম্পদ দপ্তরের কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম প্রমুখ। উপজেলা পানি সম্পদ অফিসের এফএ ছাদেকুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন ওসি তদন্ত ধীরেন্দ্রনাথ প্রামানিক, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিযুল আযম, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা উপজেলা শাখার সভাপতি আমানুল হক আমান, সাধারণ সম্পাদক লাল মোহাম্মদ লানন, এসএম সেলিম আহম্মেদ ভান্ডারী প্রমূখ।

স/অ