বাঘায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলামের সভাপতিত্বে এ সব বিতরণ করা হয়।

 

এ সময় রবি ও খরিপ মৌসুমের জন্য প্রনোদনা কর্মসূচীর আওতায় ৬০ জন কৃষকের মাঝে এক কেজি করে সরিষা বীজ ও ২০ জনের মাঝে দুই কেজি করে ভুট্টা বীজ দেওয়া হয়। এছাড়াও প্রত্যেক কৃষককে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সারও বিতরণ করা হয়।

 

বীজ ও সার বিতরন অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাজনীন সুলাতানা’র পরিচালনায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ বীরমুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, কৃষকলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম, পরিসংখ্যান অফিসার কামাল উদ্দিন হায়দার, সমবায় কর্মকর্তা রুহুল আমিন, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুল আলম, কৃষক খাইরুল ইসলাম প্রমুখ।
স/শ