বাঘায় ইউনিয়ন স্থায়ী কমিটির প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালা আজ শনিবার শেষ হয়েছে। ৬টি স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে (ইএএলজি) প্রকল্প এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ কর্মশালা উদ্বোধন করেন স্থানীয় সরকার রাজশাহী এর উপ-পরিচালক পারভেজ রায়হান।

এরপর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিটির সাথে সম্পৃক্ত অন্যান্যদের নিয়ে তিন দিনব্যাপী চলে এ কর্মশালা। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ডিস্ট্রিক ফ্যাসিলেটিটর আবু হেনা মোস্তফা কামাল।

স/শা