প্রভাবশালীদের দখল থেকে নদী রক্ষার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
নদী বাঁচাও জীবন বাঁচাও দূষণ মুক্ত বাংলাদেশ গড় -এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের ছোট যুমনাসহ চারটি নদী তীরবর্তী প্রভাবশালীদের দখল থেকে নদীকে রক্ষা ছাড়াও দেশের বাঁকখালী সোনাইছড়ি নদী, রেজুখাল দখল মুক্ত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শহরের জিরো পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস জয়পুরহাট জেলা শাখা। মানববন্ধনে শিক্ষার্থী, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, গ্রীন ভয়েস জয়পুরহাট জেলা শাখার আহবায়ক তারেক দেওয়ান,সভাপতি আরাফাত হোসেন,সদস্য খ.ম আরাফ রহমান, এহসানুল হোসেন, সহ অন্যান্যরা।

বক্তারা, জয়পুরহাটের চার নদীসহ দেশের সকল নদী দখল মুক্ত পূনঃ খনন করে নদীর নাব্যতা ফিরিয়ে আনাসহ নদীর পানিতে বর্জ্য অপসরন করে দূষনমুক্ত করার দাবি জানান ।

ভিডিও…

স/অ