শুক্রবার , ২৩ মার্চ ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় আগুনে পুড়ে ৮ গরু-ছাগলের মৃত্যু: ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

Paris
মার্চ ২৩, ২০১৮ ৬:৪১ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে ৮টি গরু-ছাগলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারদের শুক্রবার সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, বাঘা উপজেলার পদ্মার চরের মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরে বেলায়েত হোসেন ব্যাপারির ছেলে বাবুল হোসেন ব্যাপারির গরু-ছাগলের ঘরে মঙ্গলবার (২১ মার্চ) রাত ১টার দিকে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় তিনটি বড় গরু ও পাঁচটি ছাগল আগুনে পুড়ে মৃত্যু হয়েছে।

ঘটনা জানার পর তাৎক্ষনিক পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. জিন্নাত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম ও সহকারি প্রকৌশলী হেতমত আলী, চকরাজাপুর ইনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম।

অগ্নিকাণ্ডের বিষয়ে নিশ্চিত করেন, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল আযম ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাম সরকার।

উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে দুই বান্ডিল ঢেউ টিন, নগদ ছয় হাজার টাকা, ৩০ কেজি চাউল, কিছু বস্ত্র প্রদান করা হয়।

গরু-ছাগলের মালিক বাবুল হোসেন ব্যাপারি জানান, এই অগ্নিকাণ্ডে আমার প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। আর্থিক সহায়তা প্রদানের বিষয়ে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর