বাঘায় পল্লী বিদ্যুতের লাইনম্যানকে মারপিটের অভিযোগে যুবক গ্রেফতার


বাঘা প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় পল্লী বিদ্যুৎ এর লাইনম্যান নাজিম উদ্দিনকে মারপিটের অভিযোগে জাকির হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারী) আলাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, উপজেলার আলাইপুর এলাকার পল্লী বিদ্যুৎ এর গ্রাহক দোলেনা খাতুন ও তার স্বামী আব্দুল হাকিম অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে মিটার ভেঙ্গে যায়। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারী বাঘা পল্লী বিদ্যুৎ অফিস থেকে লাইনম্যান নাজিম উদ্দিন গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে আনার চেষ্টা করে।

এ সময় লাইনম্যানকে মারপিট করে। এতে সে আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মিটার মালিক আব্দুল হাকিম ও জাকির হোসেনের নামে থানায় মামলা দায়ের করা হয়। এই মামলার আাসমী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ-২ বাঘা জোনাল অফিসের ডিজিএম সুবীর কুমার দত্ত বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছিল বলে একটি অভিযোগ পায়। এ অভিযোগের প্রেক্ষিতে লাইনম্যানকে পাঠানো হয়। এ সময় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে।