বাগেরহাটে ডা. রকিব হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:


বাগেরহাট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ও রাইসা ক্লিনিকের পরিচালক ডা. মো. আব্দুর রকিবকে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ জুন) বেলা ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এর আয়োজন করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।


এসময় চিকিৎসকরা উপস্থিত ছিলেন।  মানববন্ধন থেকে তারা জানান, বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ রকিবের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিয়ে অপরাধীদের শাস্তি কার্যকর করতে হবে। এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। এই চিকিৎসকের উপর যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হামলাকারীদের বিচার না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় ম্যাটসের অধ্যক্ষ ও রাইসা ক্লিনিকের পরিচালক চিকিৎসক আব্দুর রকিব প্রসূতির স্বজনদের হামলায় নিহত হন।

স/আ