বাগাতিপাড়ায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলার শিক্ষিত বেকার যুবকদের ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ এবং ডিজিটাল কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে জাইকা’র অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, ইউএনও নাসরিন বানু, ইউডিএফ জাকিয়া সুলতান, প্রধান শিক্ষক খালিদ হোসেন লিটন প্রমুখ।

এতে উপজেলার ২০ জন শিক্ষিত বেকার যুব প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে। একই দিনে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ছাত্র-ছাত্রীদের পরিবারের সদস্যদের সচেতন করার নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।

স/শা