বাগাতিপাড়ায় রসুনের মাঠ দিবস

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার ডুমরায় ঢাকাপাড়া এসএমই এর মাধ্যমে রসুন ফসলের মানসম্মত বীজ উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে ইটালী জাতের রসুন ফসলের মাঠ দিবস এবং রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। এসএমই’র কৃষকপর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়।

রোববার দুপুরে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন। বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিসার মো: মোমরেজ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্থানীয় শিক্ষক মনিরুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কমল কান্তি কুন্ডু, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোজাহার আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক, রসুন চাষী আ. হামিদ প্রমুখ।

মাঠ দিবসে ডুমরায় ঢাকাপাড়া এসএমই’র স্থানীয় কৃষক আ. হামিদ জানান, তিনি ১ একর জমিতে ইটালী জাতের রসুন চাষ করেন এবং বিঘা প্রতি ৩৫ মণ ফলন পান। কৃষক আ. হামিদ একজন বীজ উদ্যোক্তা হিসেবে পরিচিত লাভ করতে চান। এ ব্যাপারে তাকে উপজেলা কৃষি অফিস সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছেন বলে তিনি ওই অনুষ্ঠানে জানান।

স/শা