বাগাতিপাড়ায় ব্রাজিলের বিদায়ে ৬ টাকার দুধ চা ৩ টাকায় বিক্রি!

বাগাতিপাড়া প্রতিনিধি:
বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বিদায় নেয়ায় নাটোরের বাগাতিপাড়ায় দলটির প্রতিপক্ষ আর্জেন্টিনা দলের সমর্থক এক চা বিক্রেতা ব্যতিক্রমী কায়দায় আনন্দ প্রকাশ করেছেন। চা বিক্রেতার নাম বাবর আলী। গতকাল শনিবার দিনব্যাপী তিনি ৬ টাকা কাপ দামের দুধ চা ৩ টাকায় বিক্রি করেছেন।

জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার বিহারকোল বাজারে বাবর আলীর চায়ের দোকান। শুক্রবার রাতে বেলজিয়াম ও ব্রাজিলের মধ্যকার কোয়ার্টার ফাইনাল খেলার আগে আর্জেন্টিনা সমর্থক বাবর আলী স্থানীয়দের মাঝে ঘোষণা দিয়েছিলেন এ বছর বিশ্বকাপ খেলা থেকে ব্রাজিল বিদায় নিলে তার দোকানের ৬ টাকার দুধ চা মাত্র ৩ টাকায় বিক্রয় করবেন। ওই দিন রাতে ব্রাজিল পরাজিত হলে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিনি এ দামে চা বিক্রি করেন। এতে সারাদিন তিনি প্রায় দেড় হাজার জনকে অর্ধেক দামে চা পান করান।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। উৎসুক মানুষ এ ঘটনা জানার পর অর্ধেক দামে চা পান করতে তার দোকানে ভীড় করেন। তবে রোববার সকাল থেকে তিনি পূর্বের দামেই চা বিক্রি করছেন।

স/শা