মোটা হওয়ায় কাপড় কিনতে গেলে সমস্যায় পড়তে হতো

সিল্কসিটিনিউ ডেস্ক:

ভারতে মডেল মোটা হলে তার কাজ পেতে এবং সাফল্যকে নিজের মুঠোয় আনতে বেশ বেগ পেতে হয় বলে দাবি করেছেন অভিনেত্রী জারিন খান।

অতীতে একসময় জারিনেরও ওজন ১০০ কেজির ওপর ছিল।

তিনি যখন স্কুল-কলেজে পড়েছেন, সেই সময় বাজারে নিজের জন্য কাপড় কিনতে গেলে তাকে সমস্যায় পড়তে হতো।

জারিন বলেন, একসময় বাজারে মোট মানুষের জন্য সেভাবে পোশাকই ছিল না। ফলে চাইলেও কোনো কিছু কেনা হতো না।

সম্প্রতি জারিন ফ্যাশন ডিজাইনার নরেন্দ্র কুমারের সঙ্গে ল্যাকমে ফ্যাশন উইক ২০১৮-এ মোটা মডেলদের জন্য আয়োজিত অডিশনে বিচারক হিসেবে ছিলেন জারিন খান।

তিনি বলেন, বর্তমানে মোটা মডেলদেরও গুরুত্ব দিচ্ছে ইন্ডাস্ট্রি, এটি দেখে খুব ভালো লেগেছে আমার।

তবে ভারতে এখনও রোগা মডেলদেরই গুরুত্ব বেশি।