বাগাতিপাড়ায় বৃক্ষ মেলার উদ্বোধন

বাগাতিপাড়া প্রতিনিধি:
‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম।

উদ্বোধন শেষে মেলায় স্থান পাওয়া বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের ১৭ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এরপর উপজেলা জিমনেসিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান। স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা বাবলু কুমার সুত্রধর।

অনুষ্ঠানে দয়ারামপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়কে বিনামূল্যে গাছের চারা প্রদান করা হয়।
স/শ