বাগাতিপাড়ায় বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদত বার্ষিকী পালিত

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন মঙ্গলবার সকালে এক শোক র‌্যালী বের করে। র‌্যালটি উপজেলা চত্ত্বরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা জিমনেসিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভ’মি) আহসান হাবিব জিতু, ওসি মনিরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আশরাফুল আলম খান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সেকেন্দার রহমান, যুগ্ম সম্পাদক সুকুমার মুখার্জী, পৌর আওয়ামীলীগ সভাপতি হামিদ মিয়া প্রমুখ।

এর আগে সকালে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে আওয়ামীলীগ ও এর সহযোগী অংগ সংগঠন, বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, ফারিয়া ও সকল শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী পালন করে।
স/শ