বাগাতিপাড়ায় কলেজে অনার্স কোর্স পুনঃস্থাপনে এলাকাবাসীর কমিটি গঠন

বাাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় তমালতলা কৃষি ও কারিগরি কলেজে অনার্স কোর্স পুনঃস্থাপন ও বাস্তবায়নে ২১ সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার তমালতলায় স্থানীয়দের এক সভায় এ কমিটি গঠন করা হয়।

এতে হারুন অর রশীদ বিশুকে সভাপতি এবং ফারুক আলম মুকুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ মাজেদুর রহমান চাঁদ, উপজেলা আওমায়ীলীগ দপ্তর সম্পাদক জামিলুর রহমান বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জাপা নেতা জামাল উদ্দিন বাটুল, রহমত আলী, সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত ১৯৯৪ সালে তমালতলা কৃষি কারিগরি মহাবিদ্যালয় নামে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। এরপর তা পর্যায়ক্রমে সাধারন শাখা, কৃষি ডিপ্লোমা, ডিগ্রীতে উন্নীত হয়। সর্বশেষ ২০১২ সালে কৃষি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। কিন্তু আভ্যন্তরিন দ্বন্দ্বের কারনে গত ২০১৬ সালে অনার্স কোর্সের ক্যাম্পাস নাটোর শহরে স্থানান্তর করা হয়। ওই ক্যাম্পাস পুর্বের স্থান তমালতলায় পুনঃস্থাপনের দাবি জানান বক্তারা।

স/শ