বাগাতিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলন

বাগাতিপাড়া প্রতিনিধি:
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পরের ধাপে বেতন স্কেল দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় ৫৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আন্দোলনে যাচ্ছেন।

কেন্দ্রীয় শিক্ষক নেতৃবৃন্দের ডাকে আগামী ২৩ ডিসেম্বর ঢাকায় জাতীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচীতে তারা যোগ দেবেন।

এ উপলক্ষ্যে শনিবার দুুপুরে বাগাতিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, সমিতির সাধারন সম্পাদক শাহাদত হোসেন, শিক্ষক তৌহিদুর রহমান, আমজেদ হোসেন, খান মোহাম্মদ রওশন কামাল, কামরুল ইসলাম, জেকের আলী, সুলতান মাহমুদ, হুমায়ুন আহম্মেদ, আশরাফুল আলম খান, বজলারুজ্জামান, শামীম শাহরিয়ার প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমানে প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের বেতন স্কেলের বিস্তর ব্যবধান দূরীকরন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

স/অ