বাগাতিপাড়ায় প্রথম নারী ইউএনও হিসেবে নাছরিন বানুর যোগদান

বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাছরিন বানু যোগদান করেছেন। রোববার তিনি তাঁর দায়িত্বভার গ্রহন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাম ফলক অনুযায়ী ২২ তম ইউএনও হিসেব তিনি গত বৃহস্পতিবার এ পদে যোগ দেন।

যোগদানকালে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান। গত ৩১ আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী স্কলারশিপ নিয়ে বিদেশে গমন করায় নবাগত ইউএনও নাছরিন বানু তাঁর স্থলাভিষিক্ত হন। তবে গত ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত পার্শ্ববর্তী লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম অতিরিক্ত দায়িত্বে এ পদে ছিলেন।

পাবনা জেলার বাসিন্দা নাছরিন বানু এর আগে পার্শ্ববর্তী নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দুই বছর কর্মরত ছিলেন। ৩০ তম বিসিএসসের মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে অনÍর্ভূক্ত হয়ে ২০১২ সালের ৩ জুন মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন।

স/বি