বাগাতিপাড়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তৃষা খাতুন (১৪) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ডুমড়াই গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত তৃষা খাতুন উপজেলার ডুমরাই গ্রামের ময়নাল হোসেনের মেয়ে। সে চাঁদপুর রফাতুল্লা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, তৃষা খাতুন স্কুলে যাওয়ার জন্য সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল দিতে যায়। এরপর ঘন্টা খানেক পেরোলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানির নিচে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। এরপর দ্রুত স্থানীয় জমেলা ক্লিনিকে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তবে তৃষা সাঁতার জানতো না এবং সে মৃগীরোগী ছিল বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

দয়ারামপুর ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠু ও চাঁদপুর রফতুল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফিউর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
স/শ