বাগাতিপাড়ায় মৎস্য সপ্তাহ শুরু

বাগাতিপাড়া প্রতিনিধি:
‘মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার থেকে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে নিজ কার্যালয়ে উদ্বোধনী দিনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন মৎস্য কর্মকর্তা ইরিনা মৌসুমী। এতে দেশী প্রজাতির মাছ রক্ষায় বড়াল নদে দুটি অভয়াশ্রম করার পরিকল্পনার কথা সাংবাদিকদের অবহিত করা হয়। এছাড়াও বর্তমানে উপজেলায় ২হাজার ৩শ মেট্রিকটন চাহিদা বিপরীতে এক হাজার ৬৬৮ মেট্রিকটন মাছের উৎপাদনের তথ্য প্রকাশ করা হয়।

মতবিনিময় সভায় বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন, সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম মাসুম, সাংবাদিক মাহাতাব আলী, মিজানুর রহমান, আবুল কালাম, এসএম রনো, আফরোজ্জামান নিপুন প্রমুখ উপস্থিত ছিলেন।
স/শ