বাগাতিপাড়ায় দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমিহীন সমিতির আয়োজনে ও ‘নিজেরা করি’র পরিচালনায় ২ দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা শুরু হয়েছে। সোমবার সকালে জিগরী গ্রামের এছার উদ্দিনের বাড়ী থেকে এ পদযাত্রা শুরু হয়। সাংস্কৃতিক পদযাত্রা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরশেদ আলী লালচাদ এর উদ্বোধন করেন।

এদিকে সাংস্কৃতিক এ পদযাত্রার অংশ হিসেবে উপজেলার ক্ষিদ্র মালঞ্চি সাংস্কৃতিক দলের পরিবেশনায় ‘সখের উন্নয়নের চোরাবালী’ নাটক মঞ্চস্থ হয়। দুইদিনে উপজেলার ক্ষিদ্রমালঞ্চী, দেবনগর, চকহরিরামপুর, বেগুনিয়া ও রহিমানপুর গ্রামের বিভিন্ন স্থানে নারী নির্যাতন প্রতিরোধ, মাদক, সন্ত্রাস এবং বাল্য বিবাহের উপর সচেতনতামূলক কয়েকটি মঞ্চ নাটক প্রদর্শনের কথা রয়েছে।

এদিকে সকালে সাংস্কৃতিক পদযাত্রা উপলক্ষে জিগরী বাজারে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক তপন কুমার সরকার, রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক মালতি বিশ্বাস, কেন্দ্রীয় সাংস্কৃতিক কর্মী ইদ্রিস আলী, ফাগুয়াড় দিয়াড় গ্রাম কমিটির সভানেত্রী মিরা বেগম, জিগরী গ্রাম কমিটির সভাপতি আজম আলী, বাগাতিপাড়া গ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

স/শা