বাগমারায় ভর্তুকী মূল্যে কৃষকদের মাঝে রিপার বিতরণ

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষকদের মাঝে ভর্তুকী মূল্যে রিপার(ধানকাটা যন্ত্র) বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসের উদ্যোগে পরিষদ চত্বরে এসব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল বারী, নজরুল ইসলাম, রেজাউল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

কৃষি অফিসার রাজিবুর রহমান জানান, সরকার মাঠ পর্যায়ে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি করার জন্য কৃষি মন্ত্রনালয়ের তালিকাভুক্ত কোম্পানীর আধুনিক যন্ত্রপাতি পঞ্চাশ শতাংশ ভর্তুকী মূল্যে কৃষকদের মাঝে বিতরণ শুরু করেছে।

এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে রিপার( ধানকাটা) যন্ত্র, কম্বাইন্ড হারভেস্টার( ধান গম কাটা,মাড়াই ও প্যাকেটজাত যন্ত্র), সিডার( চাষ ও বীজ রোপণ যন্ত্র), রাইস ট্রান্স প্লান্টার( ধান রোপণযন্ত্র), পাওয়ার থ্রেসার(মাড়াই যন্ত্র) অন্যতম। প্রকৃত কৃষক ও কৃষক সমিতিকে পঞ্চাশ শতাংশ ভর্তুকী মূল্যে এসব যন্ত্রপাতি বিক্রয় করা হবে।
স/শ