বাগমারায় কৃষকের বেগুন ক্ষেতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ, ২ লক্ষাধিক টাকার ক্ষতি 

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় এক কৃষকের ফলন্ত বেগুন ক্ষেতে আগাছা দমন নাশক বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ওই কৃষকের। শুক্রবার দিবাগত রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ওই কৃষক পরিবারের মধ্যে হাহাকারের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের ছিয়াদ আলীর শিক্ষিত বেকার ছেলে সিরাজুল ইসলামের নিজের তেমন জমিজমা না থাকায় গ্রামের কলেজ শিক্ষক গোলাম মোস্তফার প্রায় ১ বিঘা জমি বর্গা নিয়ে বেগুনচাষ করে। অনেক যত্ন, রক্ষনাবেক্ষন, পরিচর্যার খরচের পর তার চারা বেগুন গাছগুলো সবে মাত্র বড় হয়ে বেগুন ধরতে শুরু করেছে। এতে বেগুন বিক্রি করে নগদ টাকা হাতে পাওয়া যাবে। এ আশাতেই বুক বেধেছিলেন কৃষক ছেলে সিরাজুল ইসলাম। কিন্তু তার সে আশা এখন শুধুই হতাশা আর গুড়ে বালিতে পরিনত হলো।

বেগুনচাষি সিরাজুল জানান, গ্রামের কয়েকজন কৃষকের বেগুনচাষে লাভবান হওয়া দেখে। নিজের জমানো কিছু টাকা সহ বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে গত কার্তিক মাসে বেগুনের চারা রোপণ করি। গাছ বেশ তরতাজায় জমি ভরে উঠে। গত ৩ সপ্তাহ ধরে নতুন বেগুন গাছের বেগুনও উত্তোলন শুরু হয়। প্রতি ৪ দিন পর হাট বারে ৭ থেকে ৮ মন হারে বেগুন উঠছে। বেগুনের দামও ভালো প্রতি কেজি ৪০ টাকা হারে মন প্রতি ১ হাজা ৬ মত টাকায় প্রায় ১২ থেকে ১৩ হাজার হাটরা উঠে। কিন্তু শত্রুতামূলক রাতের অন্ধকারে কীটনাশক দিয়ে গাছ মেরে ফেলেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।

আধুনিক উপায়ে ফলনশীল বেগুনচাষ করতে গিয়ে সকল মুলধন হারিয়ে এখন নিঃশ্ব হয়ে পড়েছেন বলে তিনি।

স/অ