বাগমারার প্রতিবন্ধি মানিকজান বিবির মানবেতর জীবন

বাগামারা প্রতিনিধি:

প্রতিবন্ধি মানিকজান বিবি (৮০) একজন সহজ-স্মরণ মানুষ। অভাব-অনটনের সাথে তাকে আঁকড়ে ধরে আছে তাকে অসহায়ত্বের মানবেতর জীবন। হয়ে উঠেছেন অবহেলার পাত্রীও।

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের এই প্রতিবন্ধী মানিকজান বিবি এখন খোলা আকাশের নীচে জীবন যাপন করছেন। বিগত দিনে ছোট ভাইয়ের বাসায় থাকলেও গত দু’দিন আগ ভাই বাড়ি থেকে বের করে দেয় তাকে।

এদিকে, বাড়ির সামনে না খেয়ে অবস্থান নিয়ে গত শনিবার বিকালে একটি চুলা তৈরি করে খোলা আকাশের নীচ পাক করেছেন।

স্থানীয় এক কলেজ শিক্ষক রেজাউল জানান, মানিকজানের পিতা মৃত গোপাল মন্ডলের তেমন কোন জমিজমা ছিল না। মায়ের সামান্য জমি ছেলেদের লেখে দেয়। এমস্থায় এক সময় তার বিয়ে হয়। ছোট (বামন) হবার কারণে স্বামীর বাড়িতে তার সংসার হয়নি। ফলে বাপের বাড়িতে ভিক্ষা করে জীবন যাপন করে পরের ঘরে।

গত দুই দিন আগে বাড়ি থেকে বের করে দেয় তার ছোট ভাই আানিছুর রহমান। বর্তমানে প্রতবন্ধী ভাতা পেলেও তার থাকার কোন জায়গা না থাকায় খোলা আকাশের নীচেই হয়েছে তার ঠিকানা।

এদিকে শীতের দিন হবার কারণে তার দুরাবস্থার থাকায় স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করছেন অসহায় মানিকজান বিবি।

স/অ