বাকৃবিতে ভর্তির আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (স্নাতক) প্রথম বর্ষে ভর্তির আবেদন ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে। চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। আগামী ৪ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমান এবং ২০১৬-১৭ সালের এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া সমষ্টিগতভাবে নূন্যতম জিপিএ ৯ প্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদে মোট এক হাজার ২০০ আসনের বিপরীতে ১২ হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংগ্রহণের সুযোগ দেওয়া হবে।

পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়ে মোট ১০০ নম্বরের লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের (http://admission.bau.edu.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

কালের কণ্ঠ