বাইশ গজে ফিরল ক্রিকেট

কোভিড১৯ কে একপ্রকার ক্লিন বোল্ড করেই বাইশ গজে প্রত্যাবর্তন ঘটল ক্রিকেটের। নির্ধারিত সূচী মেনে, আইসিসি নির্দেশিত সমস্ত গাইডলাইন অনুসরণ করে ফের বল গড়াল ক্রিকেট মাঠে। প্রকৃতি দফায়-দফায় বাধ সাধল বটে। কিন্তু তার মধ্যেই বায়ো-সিকিওর পরিবেশে সাউদাম্পটনের অ্যাজিয়াস বোলে করোনা পরবর্তী সময় প্রথম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ।

সুদূর মুম্বইয়ে বসে তারিয়ে তারিয়ে সেই ম্যাচ উপভোগ করছেন ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা। বাইশ গজে ক্রিকেট ফিরতে দেখে তার আর তর সইছে না মাঠে নামার। সোশ্যাল মিডিয়ায় জানালেনও সে কথা। টুইটারে রোহিত লিখলেন, ‘ক্রিকেট ফিরে এসেছে। যুক্তরাজ্যের মাটিতে ইতিবাচক দৃশ্য চোখে পড়ছে। দীর্ঘ প্রতীক্ষার পর ফের ক্রিকেট ফিরতে দেখে ভীষণ ভালোলাগছে। দু’দলই সেরা। মাঠে ফেরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

রিকি পন্টিং লিখলেন, ‘টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন দেখে ভীষণ ভালোলাগছে।’ বাইশ গজে ক্রিকেটের প্রত্যাবর্তন দেখে চুপ থাকতে পারেননি ভারতের ফিঙ্গার স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। টুইটারে তিনি লিখেছেন, ‘যাই হোক না কেন ক্রিকেট কিন্তু জিতে গেল। অতীতে বহুবার এই কথাটি ব্যবহার করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু আজ বোধহয় কথাটার যথার্থ প্রয়োগ হল। দু’টো দলের জন্যেই শুভেচ্ছা রইল।’

এছাড়াও বিশ্বজোড়া অসংখ্য ক্রিকেট অনুরাগী ক্রিকেট ফেরার কারণে উচ্ছ্বসিত। তারাও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে চার মাস পর প্রাকৃতিক দুর্যোগ মাথায় করেই এদিন বাইশ গজে ফিরল ক্রিকেট। স্টেডিয়ামে প্রবেশের অনুমতি না থাকলেও লকডাউন পরবর্তী প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ ঘিরে অত্যুৎসাহী ক্রিকেট অনুরাগীদের এদিন চোখ ছিল টেলিভিশনের পর্দায়। তাদের এদিন কিছুটা হতাশ করে সাউদাম্পটনের দুর্যোগপূর্ণ আবহাওয়া। বৃষ্টির জেরে অ্যাজিয়াস বোলে এদিন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের প্রথম সেশনের খেলা ভেস্তে যায়।