বাইডেন-পুতিন ফোনালাপ শনিবার

সিল্কসিটি নিউজ ডেস্ক:   মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে শনিবার ফোনে কথা বলবেন। ইউক্রেন সঙ্কট তাদের আলোচনার মূল বিষয়।

একজন মার্কিন কর্মকর্তা এ খবর জানিয়ে বলেন, স্থানীয় সময় শনিবার সকালেই তারা কথা বলবেন।রাশিয়া উভয় নেতার ফোনালাপ সোমবার করতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রস্তাবই মেনে নিয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে মার্কিন কোম্পানি মাক্সার টেকনোলজিস দাবি করেছে, ক্রিমিয়া, রাশিয়ার পশ্চিমাঞ্চল ও বেলারুশের বিভিন্ন জায়গায় নতুন করে রুশ সেনা মোতায়েন হতে দেখা গেছে। ছবিগুলো স্থানীয় সময় গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার স্যাটেলাইটে ধারণ করা হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে রাশিয়া বন্ধুপ্রতীম বেলারুশের সাথে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। এই মহড়াকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ। এই অজুহাতে এরিমধ্যে ইউরোপের কয়েকটি দেশে আরো বেশি মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। রাশিয়া বারবারই সতর্ক করে বলেছে, আমেরিকা নানা উপায়ে যুদ্ধের উসকানি দিচ্ছে এবং মিথ্যা তথ্য প্রচার করছে।

সূত্র: নয়া দিগন্ত